হাসান আহাম্মেদ সুজন
মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে “বান্ধব জামালপুর” এর উদ্যোগে পুস্পস্তবক অর্পন করা হয়।
২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে স্থানীয় সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক প্রভাত ফেরী র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ীমোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন সকল সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে এসময় বান্ধব জামালপুর এডমিন প্যানেলের মোস্তাফিদুল হাসান রিপন, ব্যাংকার সাইফুল হক প্রিন্স, প্রফেসর সোহেল সেলিম চৌধুরী, উপদেষ্টা মণ্ডলী ও বান্ধব পরিবারের সদস্যদের মধ্যে শাহিনুর রহমান শাহীন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, ইকরামুল সিদ্দিকী ময়না, মো: মুলতান আলম, ডা: লাভলু হুদা, প্রফেসর তারিকুল ফেরদৌস, ডা: ইমামুর রশিদ সোহেল, শিক্ষা অফিসার মোজাম্মেল হক সোহেল, ব্যাংকার সারোয়ার জাহান, নূরুল আমিন ছোটন উকিল, শরাফ চৌধুরী নিপু, মীর ইবনে মাসুদ, মো: আসাদুজ্জামান আসাদ, শাহীনুর রহমান, ইব্রাহিম বাবুল, সাঈদুর রহমান সাঈদ, আবু হানিফ, তপন দে, মাহা, আত্মজা, কারিম বাবু, সায়ণ, সিনহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।