সমরেশ রায় ও শম্পা দাস ,
কলকাতা , পশ্চিমবঙ্গ
আজ ২১শে ফেব্রুয়ারী শুক্রবার, ঠিক দুপুর 2:30 মিনিটে, কলকাতার রোটারী সদনে, প্রথম ঝলক ও ট্রেলারের দারুন সাফল্যের ও সমর্থনের পর, রাজদীপ ঘোষ পরিচালিত ও অম্লান মজুমদারের কাহিনী চিত্রনাট্য সংলাপ দ্বারা, লোম হর্ষক গল্প Followers শুভ মুক্তি পেল , সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং ক্লিক পরিবারের উপস্থিতিতে।
অভিনয় করেছেন অভিনেতা শান্তিলাল মুখার্জি, অভিনেত্রী সোহিনী গুহ রায়, ইন্দ্রাশিস রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডি সহ অন্যান্যরা। প্রযোজনায় স্কাইপ্যানস কমিউনিকেশন, পরিচালনায় রাজদীপ ঘোষ, সহযোগী পরিচালনায় সৌরভ বাবাই চক্রবর্তী, কাহিনী চিত্রনাট্য ও সংলাপে অম্লান মজুমদার, চিত্রগ্রহণে শুভজিৎ রায়, সম্পাদনায় কুশল চৌধুরী, আবহ সংগীতে প্রাঞ্জল দাস, এবং যিনি সবাইকে নিয়ে এগিয়ে চলেন, সবার মধ্যে সংযোগ স্থাপন করেন, গণমাধ্যম প্রচার ও মার্কেটিং এ রানা বসু ঠাকুর
ক্লিকের ওটিটি প্লাটফর্মে, যে সকল সিরিজ মানুষের মন কেড়েছে এবারেও আশা করছেন আরও বেশি মানুষের মন জয় করবে এই ফলোয়ার্স। একটি নতুন সাদের লোম হর্ষক গল্প। দীর্ঘ কয়েক বছরই প্রায় ৫০ টির কাছে বিভিন্ন ধরনের সিরিজ মানুষ কি আন্দলিত করেছে, প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত আছেন, প্রতিদিন তাহারা নতুন নতুন গল্প দেখছেন ক্লিকের ওটিটি প্লাটফর্ম থেকে।
জনপ্রিয় লক্ষ্মী সিরিয়ালের সুপারহিট নায়িকা লক্ষ্মী, ওরফে হিয়া আজ ফলোয়ার্স এর ইঁদুর দৌড়ে ব্রাত্য তার জগৎ থেকে। সোশ্যাল মিডিয়াতে bold shoot বা reels এর মত শর্টকাট পথে ফলোয়ার্স বাড়াতে সেও আজ মরিয়া, তাই সোশ্যাল মিডিয়াতে যাবতীয় দায়িত্ব এখন সৌম্যর কাঁধে, তারই বুদ্ধিতে একদিন ফলোয়ার্স বাড়ানোর অদ্ভুত এক গেমপ্ল্যানে সামিল হল হিয়া। প্ল্যান হয় সোশ্যাল মিডিয়াতে একটা ফেক নিউজ পাবলিশ করবে তারা, যেখানে বলা হবে লক্ষ্মী সিরিয়ালের জনপ্রিয় নায়িকা হিয়া বোস হার্ট অ্যাটাকে মারা গেছেন, সেই প্ল্যান অনুযায়ী তিনদিনের জন্য বগুলান নামক এক নির্জন দ্বীপে সৌম্যর হোটেলে গা ঢাকা দেয় হিয়া, কিন্তু মানুষের ইমোশান নিয়ে এই খেলাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না তার অনুগামী অনিন্দ্য। গল্পটি এমনভাবে তৈরি হয়েছে, একদিকে গা ছমছমে ঘটনা, অন্যদিকে ইন্টারনেটের এই আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা এই মানুষটা কি পারবে এই খুনের কিনারা করতে, কে খুনি, নাকি হিয়ার সঙ্গে থাকা মানুষজন ইন্টারনেটে লুকিয়ে থাকা অন্য কোন নাম। মাঠে নামেন , লোকাল থানার ওসি অনুকূল বর্মন।
দেখতে হলে চোখ রাখুন, এবং ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করুন, টি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লোমহর্ষক নতুন নতুন গল্প দেখার জন্য। এবং আজকে যারা আমাদের কে উৎসাহিত করলেন,রোটারী সদনকে পরিপূর্ণ করলেন, সকলকে ক্লিক পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ভালোবাসা জানালাম।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650