সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা,পশ্চিমবঙ্গ
আজ ১৯শে ফেব্রুয়ারী বুধবার, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাইসোরার ফকির বাজার এলাকায়, রেশন ডিলারের কারচুপি ধরে ফেললেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে প্রজাপ্ত রেশম সামগ্রী দিচ্ছে না অভিযুক্ত রেশন ডিলার, বিল চাইলেও বিল দিতেন না, এমনকি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিতেন রেশন ডিলার, এলাকাবাসীর বেশ কিছুদিন ধরে সন্দেহ হয়। আজ হাতেনাতে ধরার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে। পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয়।
স্থানীয় এক এলাকাবাসীর অভিযোগ, তার পরিবারের দুটি aay কার্ড থাকা সত্ত্বেও তাকে ১৮ কেজি চাল ও ১৯প্যাকেট আটা দেওয়া হয়েছে। তার প্রাপ্য রেশন থেকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছেন, এলাকাবাসীদের অভিযোগ, এরকম বহু গরীব মানুষের প্রাপ্য রেশন থেকে হয়তো বঞ্চিত করে রেখেছেন রেশন ডিলার জগন্নাথ বেরা।
এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।, এবং ফকির বাজার এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, অভিযোগ করেন গ্রামবাসী তাপস সিং এবং অভিযোগকারীনি জানকী সিং, অবিলম্বে তদন্তের দাবিও জানান। এলাকায় বহু মানুষ জমায়েত হয়েছে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650