এম.ডি জিয়াবুল
নামটি তাঁহার রিপন’রে ভাই
কুষ্টিয়া তার বাড়ি,
পেটের দায়ে ——-কর্ম করে
মায়ার বাঁধন ছাড়ি।
মাথার ঘামে জীবন টানে
রত্ন ফলায় শ্রমে,
কঠিন পাথর ভাঙতে রাজি
হাতুড় দ্বারা ক্রমে।
রোদের তাপে দহন পুড়ায়
বিলীন করে কায়া,
কঠিন দুখের আদল তলে
একটু খোঁজে ছায়া।
দুঃখ ধরে ——–যুদ্ধ করে
রক্ত করে পানি,
খুলসিত হয় —অবিলাসে
সোনার জীবন খানি।
তাদের মতো শ্রমিক দ্বারা
চলছে দেশের চাকা,
কর্মে অচল —–সারাবিশ্ব
অন্ধকারে ঢাকা।