শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি
বান্দরবানের রুমা বাজারে বাসের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে।
মাতৃহারা এ ছাত্রের নাম মথি ত্রিপুরা (৯)। রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অসিরামপাড়ার বাসিন্দা দিনমজুর রোদিয়া ত্রিপুরার সন্তান সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১টায় রুমা বাজার সংলগ্নে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সম্মুখে চিপা রাস্তায় চালক বাসটি ঘুরালে ইউনিয়ন পরিষদের ওয়ালে চেপে দেয় শিশুটিক। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। ওই শিশুটি তখন স্কুল গেট থেকে বেরিয়ে আসছিল।
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, বাস ধাক্কায় মারা যাওয়া শিশুটি চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করে। অন্যদের মতো ছুটি হওয়ার পর ব্যাগ নিয়ে আবাসিক হোস্টেল যাচ্ছিল। কিন্তু ঘাতক বাসটি প্রাণ নিয়ে নিল কোমলমতি শিশুটিকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত স্কুলছাত্রের মৃতদেহ রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী জানান, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর কোন বাস বাজারে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বুধবার (১৯ফেব্রুয়ারী) থেকে বাস টার্মিনাল হতে সব বাস ছাড়া হবে। তিনি জানান, নিহত শিশু পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার অনুদান দেয়া হচ্ছে।
এদিকে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়- সেনাবাহিনী।
বিকালে বাস চালকের শাস্তির দাবি জানিয়ে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে- স্থানীয় বিক্ষোদ্ধ জনতা। প্রাথমিক বিদ্যালয় গেটের সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এতে সংহতি প্রকাশ করে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন শিশু মথি ত্রিপুরা মৃত্যুর বিষয়টি আজকের সবার মনে হত বেধেছে। তাই তার হত্যাকারীর যাতে সঠিক শাস্তি হয় এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবেন বলে উল্লেখ করেন এবং সুস্থভাবে বিচার পাবার জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মারমা সভাপতিত্বে এতে বক্তব্য দেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি অনাচন্দ্র ত্রিপুরা রুমা সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার জনমনে ত্রিপুরা মংমিন মারমা ও ডমং মারমা।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650