শিরোনাম
গজারিয়া ভারতে মুসলমানদের উপর গণহত্যা বন্ধ ও ওয়াকফ আইন বহালের দাবিতে বিক্ষোভ গজারিয়া জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন গজারিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ সীতাকুণ্ড এরিয়া অফিসে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন মাধবপুরে বিদেশি মদ সহ দুই যুবকে আটক করেছে পুলিশ বরবাদ’ নিয়ে সত্য হলো এমডি ইকবালের ভবিষ্যৎবাণী লবনের উৎপাদন খরচ কেজি ১৫ টাকা বিক্রি ৩.৫ টাকা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ লবণ চাষিদের ১৪ দাবি মাধবপুরে সিএনজি স্ট্যান্ডে গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার  প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তিসিদ্ধান্ত রত্মাকর গোস্বামী স্মৃতি সংসদ আলীকদম আঞ্চলিক কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আনোয়ারায় ইউপি ভবন স্থানান্তের ষড়যন্ত্রে স্থানীয়দের প্রতিবাদ

বার্তা সম্পাদক / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়ন পরিষদ স্থানান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদ করছে স্থানীয়রা। এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও কার্যালয়ে স্থানীয়দের পক্ষে হয়ে হোসেন এলাহী নামের এক স্থানীয় লিখিতভাবে এই স্মারকলিপি দেন। বর্তমানে উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সওদাগর দিঘির মোড়ে অবস্থিত রয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, বর্তামনে ৫নং বরুমছড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদটি ১৯৮৬ সাল থেকে ইউনিয়নের সওদাগর ডিঘির পাড়ে অবস্থিত রয়েছে। এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৩৩হাজার ২৩৭জন। যাতায়াতের কারণে এই জায়গায় অবস্থিত ইউনিয়ন পরিষদ সবার জন্য সুবিধাজনক বলে জানানো হয়। কিন্তু এর মধ্যে একটি কুচক্রী মহল ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য পায়তারা করতেছে সেখানে যাতায়ত পুরো ইউনিয়নের নাগরিকদের জন্য অযৌক্তিক।
এর মধ্যে ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় জনগণ সওদাগর দিঘীর পাড় হতে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের জন্য আপত্তি জানানো হয়। তবে কুচক্রিমহল কৌশল অবলঙ্গন করে সরকারী বিভিন্ন দফতরে মিথ্যা তথ্য দিয়ে যে কেনোভাবেই ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানাভরের জন্য অবৈধ চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

আব্দুল হাকিম নামের এক স্থানীয় জানান, সওদাগর দিঘির পাড়ে অবস্থিত এই পরিষদ জরাজীর্ণ অবস্থা হলেও আওয়ামী সরকারের আমলে দুর্নীতির কারণে উক্ত ভবণ সংস্থার করা সম্ভব হয় নাই। মূলত চিহ্নিত একটি মহল পরিষদের ত্রাণ তহবিল লুট করতে তারা এসব পায়তারা করতেছে। তারা সরকারি নিজস্ব স্বার্থ হাসিল ও পুনরায় দুর্নীতি করার সুযোগ সন্ধান নিতে এই অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে।

স্থানীয়দের পক্ষে প্রতিবাদলিপি দেওয়া হোসেন এলাহী জানান, একটি গ্রুপ পরিষদের সুযোগ সুবিধা লুট করতে চাই। কারা করতে চাই তারা চিহ্নিত। এলাকাবাসী তাদের প্রতিরোধ করবে। যেখানে অন্তবর্তী সরকার। ফ্যাসিস্ট চেয়ারম্যান কারাগারে। সেখানে এমন সিন্ধান্ত কল্পনা করা যায় না। আমরা এলাকাবাসী আরো বড় পরিসর প্রতিবাদ কর্মসূচীতে যাব। তারা যদি সরে না যায়। প্রশানকে এই অসৎ উদ্দেশ্য বুঝতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমরা প্রশাসক নিয়োগ করেছি। তারা বিষয়টি বিবেচনা করে উভয় পক্ষে কথা বলে যেটা ভাল মনে হয় সেটি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ