মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি নওগাঁ
জেলার বদলগাছী উপজেলার কোলা বাজারে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় গর্ভবতী পশু জবাই করে বিক্রি করার অভিযোগ উঠেছে , এ নিয়ে বাজারে হইচই পড়েছে।
জানা যায়, কোলা বাজারে প্রতিদিনের ন্যায় ১৩ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিক্রি করার উদ্দেশ্যে গরু জাবাই করা হয়। কিন্তু অদ্য তারিখের গরুটি কয়েক মাসের অন্তঃসত্ত্বা / গর্ভবতী বলে অভিযোগ তুলেন একজন ক্রেতা। পরবর্তীতে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন কোলা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ রনজু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। উপজেলার কয়াভবানীপুর গ্রামের ডাঃ রাজু আহমেদ এ-র যোগসাজশে এই প্রতারণা করেন কোলা পশ্চিম পাড়ার গফুর(গল্লার) কসাই এর ছেলে রিপন কসাই ও তার ব্যবসায়ীক অংশীদার দুলাল কসাই। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে রাত্রি ৯ ঘটিকায় কোলা বাজার বনিক সমিতির উদ্দেগ্যে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসি বৈঠকে বিভিন্ন প্রস্তবনার মাধ্যমে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। পরিশেষে গর্ভবতী পশুর গোশত গুলো নষ্ট করার মাধ্যমে সালিসি বৈঠকের সমাপ্তি হয়।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত কসাই রিপন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।
জানতে চেয়ে এ বিষয়ে যোগসাজকারী ডাঃ রাজু আহমেদ এ-র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি অস্বীকার করে বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না।
উক্ত বিষয়ে কোলা বাজার বনিক সমিতির সভাপতি রনজুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল সালিসি বৈঠকে বসেছিলাম।সবার সম্মতিক্রমে মাংসগুলো নষ্ট করে ফেলি এবং নতুন করে ঈমাম ও ডাক্তার নিয়োগ করেছি। মনিটরিং কমিটি গঠন করা হয়েছে তারা মাংস বাজার দেখভাল করছেন।
উক্ত বিষয়ে বদলগাছী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ বিষয়ে জানতাম না তবে আপনাদের কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উক্ত বিষয়ে জানতে চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অবগত হয়েছি এবং বনিক সমিতির মাধ্যমে ঐ কসাই কে সর্তক করেছি।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650