– সভাপতি মুফতী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম
হাসান আহাম্মেদ সুজন
জামালপুর জেলা প্রতিনিধি
ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা স্থানীয় শহরের মডেল মসজিদ অডিটোরিয়ামে এ জেলা যুব সম্মেলনের আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হকের সঞ্চালনায় জেলা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী (এল এলবি)
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম ৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমাদ,সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাও. সুলতান মাহমুদ সিরাজী,সহ-সভাপতি মুফতি সালেহ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাও. মোখলেছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খান প্রমুখ।
এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. বেলাল হুসাঈন, দপ্তর সম্পাদক মুহা. আশেক মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. মনিরুজ্জামান, প্রকাশনা সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মাসঊদ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি. আনিসুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি মশিউর রহমান,উপ সম্পাদক মুহা. আ. লতিফ সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটিকে বিলুপ্ত করে। দ্বিতীয় অধিবেশনে মুফতী হুমায়ুন কবিরকে সভাপতি ও আশিক মাহমুদকে সহ-সভাপতি এবং হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।