টি আই, মাহামুদ
বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা আক্তার রিনি।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি দলের সদস্য আবু ছিদ্দিক, আরাফাতুল ইসলাম, আতাউল্লাহ, নুরুল ইসলাম রাজু, আলী হায়দার রাব্বি ও রিয়াজ উপস্থিত ছিলেন। তারা আলীকদম উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা-সহ গুরুত্বপূর্ণ তিনটি সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। এসময় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন উপস্থিত ছিলেন।
তাদের উপস্থাপিত প্রধান তিনটি প্রস্তাবনা:
১. মাদক নিয়ন্ত্রণ: এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই সমস্যা মোকাবিলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
২. স্বাস্থ্যসেবায় জনবল সংকট: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
৩. শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট: বিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষকের অভাবের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসক শামীম আরা আক্তার রিনি শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে, হাসপাতালের জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং শিক্ষকের ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি দলের সদস্যরা মতবিনিময় সভার এই সুযোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের সহযোগিতা পেলে আলীকদমের শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার উন্নয়ন সম্ভব। সভাটি শিক্ষার্থীদের সমস্যা সরাসরি জেলা প্রশাসনের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্যঃ আওয়ামীলীগ সরকারের পতনের পর আলীকদম উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ অত্র উপজেলার বিভিন্ন অনিয়ম দুর্নীতি সংস্কার করাসহ শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছে।