ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্য সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার দত্তেরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে মোঃ আবুল হাসেন ( হাসু মেম্বার)কে সভাপতি ও মোঃ মিলন কে সাঃ সম্পাদক করে ৫১ সদস্য গুয়াগাছিয়া ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি, সাবেক টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পিন্টু।
গুয়াগাছিয়া ইউনিয়ন কৃষকদলের নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে কৃষি সমাবেশ স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাসেল দেওয়ান।
কৃষক সমাবেশে উপজেলা কৃষকদের উন্মুক্ত আলোচনা ও এর প্রতিকারে বক্তব্য রাখেন অতিথিরা।
গুয়াগাছিয়া ইউনিয়ন কৃষকদলের সাঃ সম্পাদক মোঃ মিলন এর সঞ্চালনায় কৃষি সমাবেশ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,
উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, হুমায়ন কবির, আবুবকর সিদ্দিক, আবু ইউসুফ, গোলাপ জমাদার, উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম,ছাত্র নেতা ইমতিয়াজ রাকিব,ভবেরচর ইউপি কৃষক দলের সভাপতি রোকনুজ্জামান সিকদার, বাউশিয়া ইউপি হাসমত উল্লা আউলিয়া, টেঙ্গারচর ইউপি সভাপতি লিটন সরকার, হোসেন্দী ইউপি সভাপতি নুরে আলম জিকু, সহ উপজেলা, ইউনিয়ন কৃষকদলের বিপুল সংখ্যক নেতা কর্মী বৃন্দ।