টি আই, মাহামুদ
বান্দরবানের আলীকদমে জোত মালিক ও কাঠ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আহম্মদ হোসেন সওদাগর এবং মাসুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৩ফ্রেবুয়ারি (বৃহস্পতিবার) সকালে আলীকদম বাজারস্থ সমিতির কার্যালয়ে ব্যলেট পেপারের মাধ্যমে নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আহম্মদ হোসেন সওদাগর বলেন, এর আগেও আমি অত্র সমিতির সভাপতি ছিলাম, সমিতির সদস্যরা আমাকে পূনরায় ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন, আমি সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলায় ঐতিহ্যবাহী এই ব্যবসাটির খরা চলছে, যারা নির্বাচিত হয়েছেন সকলেই অভিজ্ঞ ব্যবসায়ী, নতুন কমিটির হাত ধরে যেন সংগঠনের এবং এই ব্যবসার সুদিন ফিরে আসে।
অন্যান্য পদে সহ-সভাপতি মোহাং জাকারিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল আমিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে আহম্মদ হোসেন সওদাগর ১৭ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সভাপতি আব্দু শুক্কুর ৬ ভোট, সহ-সভাপতি পদে মোহাং জাকারিয়া ১২ভোট – প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাবের আহম্মদ ১০ভোট, সাধারণ সম্পাদক পদে মাসুক আহমেদ ১৬ভোট – প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার জিহাদ চৌধুরী ৭ভোট, কোষাধ্যক্ষ পদে নুরুল আমিন ১২ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী হোসেন ১১ভোট পেয়েছেন।