শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

নওগাঁর বদলগাছীতে দুই পক্ষের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৩

বার্তা সম্পাদক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি,নওগাঁ

নওগাঁর বদলগাছীতে বিচার করাকে কেন্দ্র করে বিনামিনের সাথে মতিন, আতিকের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইমরুল (৫০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিকেলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, , প্রেমের ঘটনা নিয়ে বিচার করা কে কেন্দ্র করে গতকাল ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ডাঙ্গিসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিন (৩০) এর সাথে মতিন (২০) ও আতিকের (২০) সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে বিনামিন (৩০) ও বিনামিনের ভাই মতিন (২০) ও আতিক (২০) কে মারধর করে। পরবর্তীতে মতিন এবং আতিক দলবল বেঁধে এসে বিনামিনকে (৩০) মারধর করে। বিনামিন (৩০) কে মারধর করেছে এমন খবর পেয়ে বিকাল ৪টার দিকে বিনামিনের পরিবারের স্বজনেরা এসে মতিন ও আতিককে খুঁজতে থাকে। এক পর্যায়ে আতিকের খোঁজে আতিকের বাড়ি পর্যন্ত যায়।
বিনামিনের লোকজন থানায় বিষয়টি নিয়ে যায় ফেরার পথে উপজেলা মন্দিরের সামনে আতিকের বন্ধু মোস্তাকিম (২০) কে পেলে বেরধক মারধর করে। মহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্র তৈরী হয়। খবরপেয়ে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বিনামিনের পরিবারের ইমরুল (৫০) কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ১ জন কে রেফার্ড দেওয়া হয়েছে। আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই। বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রা প্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ