সুজন কুমার তঞ্চঙ্গ্যা
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটির বিলাইছিতে জাল টাকা নিয়ে একজনকে আটক করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। তিনি আরও জানান, এই বিষয়ে উক্ত ব্যক্তির আইনি কার্যক্রম ও মামলার প্রক্রিয়াধীন চলছে । তবে আরও কেউ জরিত আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় অভিযান চলছে। আসামীর নাম মোহাম্মদ সাগর পিতাঃ মৃত- শাহ আলম,ঠিকানা :- বাসা/ হোল্ডিং -৭৩১, সাংঃ কেচিয়া, পোস্টঃ হেয়াকো-৪৩২৭, উপজেলাঃ ফটিকছড়ি, চট্টগ্রাম।
ঘটনা সূত্রে আরও জানা যায়, বর্ণিত ব্যক্তি যুদ্ধাবতী চাকমা, স্বামী: শুভময় চাকমা, সাংঃ বালাছড়ি বিলাইছড়ি রাঙ্গামাটি নামের একজন কাঁচা সব্জি ব্যবসায়ী।তার নিকট হতে পরপর তিনবার জাল টাকার নোট দিয়ে বাজার করেন এবং ঐ মহিলা শেষবারে জাল টাকা বুঝতে পেরে স্থানীয় জনসাধারণের মাধ্যমে উক্ত জাল টাকা দেওয়া ব্যবসায়ীকে আটক করেন। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিলাইছড়ি থানা পুলিশের নিকট আটককৃত ব্যক্তি কে হস্তান্তর করেন। আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ বর্ণিত ঘটনাস্থলে ১ হাজার টাকার নোট ছিড়ে পানিতে ফেলে দেয় এবং উক্ত ব্যক্তিকে তল্লাশি করে ১ হাজার টাকার ২টি জাল নোট পাওয়া যায়।