হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয় ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালযের নিজ় মাঠ প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান সফির সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার ও সিংহজানী বহু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর আলমের সম্পাদনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসময় উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, জামালপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, উক্ত বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।