জাহাঙ্গীর আলম,
কালিহাতী (টাঙ্গাইল)
চলমান ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ তালুকদারকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী নিজ বাসভবন থেকে কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।