পার্বত্য কাব্য সপ্তম সাহিত্য উৎসব ২০২৫ইং অনুষ্ঠিত হয়ে গেলো পার্বত্য চট্টগ্রাম এর রাঙ্গামাটিতে। উক্ত কাব্য পরিবারে গুনিজন সংবর্ধনায় সংবর্ধনা পান লামা পৌরসভা তথা বান্দরবানের কীর্তি সন্তান কবি, গীতিকার ও শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি অতীতে আন্তর্জাতিক ও বাংলা একাডেমি স্বীকৃত অনেক স্বীকৃতিতে ভূষিত হন।