শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনেতনে এসভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে আয়োজিত এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ২৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ ও রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু ।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিটি থালাংদির বম, মংথোয়াইচিং মারমা ও রত্না রাণী দাশসহ অন্যান্যরা। এছাড়াও বক্তব্য দেন বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।
ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়।
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমার সঞ্চালনায় এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন চাকমা। অনুষ্ঠানটি উপজেলার ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়েছে।