শিরোনাম
নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি কর্তৃক দুস্থ-গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ গজারিয়া ভারতে মুসলমানদের উপর গণহত্যা বন্ধ ও ওয়াকফ আইন বহালের দাবিতে বিক্ষোভ গজারিয়া জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন গজারিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ সীতাকুণ্ড এরিয়া অফিসে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন মাধবপুরে বিদেশি মদ সহ দুই যুবকে আটক করেছে পুলিশ বরবাদ’ নিয়ে সত্য হলো এমডি ইকবালের ভবিষ্যৎবাণী লবনের উৎপাদন খরচ কেজি ১৫ টাকা বিক্রি ৩.৫ টাকা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ লবণ চাষিদের ১৪ দাবি মাধবপুরে সিএনজি স্ট্যান্ডে গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার 
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

পাভেল ইসলাম মিমুল

ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: শাকিলুর রহমান শাকিল।

পবার ১২টি হাট ইজারা নিতে গত সোমবার যারা দরপত্র জমা দিতে ইউএনও কার্যালয়ে গেছিলেন,শাকিলও তাদের মধ্যে একজন। শাকিল এএসকে ট্রেডিং-নামে একটি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর।

সম্প্রতি পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে সংবাদ আকারে ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুটের ঘটনায় অভিযাগের তীর তোলা হয় শাকিলুর রহমানের দিকে। তবে এ অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাকিল।

বুধবার রাজশাহী নগরীর বিসিক এলাকায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এই দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল বলেন,রাষ্ট্রের সব আইন মেনেই ব্যবসা-বাণিজ্য করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোষররা রাজশাহীর শান্তিপ্রিয় পরিবেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত সোমবার পবার ইউএনও কার্যালয়ে সব নিয়মনীতি মেনেই আমরা হাট ইজারার টেন্ডার ড্রপ করতে যাই। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা টেন্ডার ড্রপ না করেই বেরিয়ে আসি।

এ ঘটনায় জাতীয় ও স্থানীয় প্রায় সব গণমাধ্যমেই সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত কোনো সংবাদেই এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা উল্লেখ করা হয়নি,বা পাওয়া যায়নি। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আমাকে নিপীড়ন-নির্যাতিত করেছে,তাদেরই একটি গোষ্ঠী সামাজিকভাবে আমাকে হেয় করতে এবং আমার ব্যবসা-বাণিজ্যে ক্ষতি করতে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

শাকিল অভিযোগ করেন,গত দুই দিন আগে অনিবন্ধিত দুটি নামসর্বস্ব ফেসবুক পেজে প্রতিবেদন আকারে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তাদের প্রতিবেদনই বলে দিচ্ছে;এটি সুস্পস্ট হলুদ সাংবাদিকতা। পবার ঘটনায় কোন তথ্য-প্রমাণ ছাড়াই তারা আমাকে দায়ী করছে। অথচ পবার ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কোনো গণমাধ্যম আমার কোনো সংশ্লিষ্টতা পায়নি। প্রশাসন এখনও তদন্ত করছে। আমিও চাই,যারা এ ঘটনার সঙ্গে জড়িত,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

ফেসবুক দুই পেজ প্রকাশিত প্রতিবেদনে নিজের সম্মানহানির কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে শাকিল বলেন,আমি সম্মানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করি। কোনরকম বক্তব্য,তথ্য-প্রমাণ,ছবি-ভিডিও ছাড়াই এমন প্রতিবেদন আমার সম্মানহানি করেছে। আমি অতি শিঘ্রই ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করবো। একই সঙ্গে সম্মানহানির দায়ে তাদের বিরুেদ্ধে ‘শতকোটি’ টাকার মানহানির মামলা করারও হুশিয়ারি দেন শাকিলুর রহমান শাকিল।

এদিকে পবায় হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে কোনো আসামির নাম নেই।

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন গণমাধ্যমকে বলেন,ঘটনার পর রাতে পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে আসামি হিসেবে কারও নাম নেই। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তিনি আরও বলেন,মামলাটি এখন গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ