পরশুরাম প্রতিনিধি:-
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে বল্লারমুখা বেড়িবাঁধ র্নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় বিএসএফের বাধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন বাঁধ র্নির্মাণ কাজ চালু রেখেছেন।
বৃহস্পতিবার সকালে ভারতীয় বিএসএফ বাঁধ র্নির্মাণে বাঁধা প্রদান করে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
গত বিশ আগস্টের ভয়াবহ বন্যায় ভারতীয়দের সহযোগিতায় বিএসএফ বল্লামুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়।
পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু পরপরই বৃহস্পতিবার সকালে বিএসএফ বাধা দেয়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি- বিএসএফ’র মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় গত বছরের ২০ আগস্টে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে পরশুরামের বিস্তৃর্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি, ফসলী জমি পানির স্রোতে তলিয়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছে ।
একই সময়ে মুহুরী নদীর তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লারমুখা বেড়িবাঁধ কেটে দেওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, বল্লামুখা বেড়িবাঁধে ১৯০ মিটারের কাজে বিএসএফ বাধা প্রদান না করলেও অপর অংশের ৭০ মিটার বাঁধ পুননির্মাণে বাঁধা প্রদান করে। ৭০ মিটার বাঁধের অংশে ৩০ মিটার দু-দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে বলে ভারতীয় বিএসএফ এমন অভিযোগ করে বেড়িবাঁধ পুনর্নির্মাণে বাঁধা প্রদান করে।
ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা কালা মিয়া (৪০) বলেন, বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পের সদস্যরা আমাদেরকে কাজ অব্যাহত রাখতে বলেছেন।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, বল্লারমুখ বাঁধের কাজ ঠিকাদার অব্যাহত রেখেছে বলে জেনেছি।
এ ব্যাপারে বিজিবি’র ফেনীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, দেড়শ গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে, ৩০ মিটার জায়গায় আপত্তির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650