বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
আলীকদমে শীতার্তদের মাঝে ৫৭ বিজিবির কম্বল বিতরণ মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নি-হ-ত, আহত -৩ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বান্দরবান জেলা কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত new আলীকদমে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: দুইজনকে ১বছর ও ১জনকে ৩মাসের কারাদণ্ড লামায় অবৈধ ইটভাটায় আভিযানিক দলের গাড়ি বহরে হামলা ও ভাংচুর! ——-বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত! জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাইফুল ইসলাম রিমন বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত গজারিয়া ‎বাউশিয়ায় শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

সাইনী মাহিন্দ্রর নতুন শোরুমের শুভ সূচনা করলেন অভিনেত্রী নুসরাত জাহান

বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ Time View

সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা ,পশ্চিমবঙ্গ

আজ ১৭ ই ফেব্রুয়ারী সোমবার, ঠিক বিকেল চারটায়, ৮/১ই ডায়মন্ড হারবার রোডে অবস্থিত, মাঝেরহাট সংলগ্ন এলাকায়, একটি নতুন গাড়ীর শোরুমের শুভ সূচনা হলো সাইনী মাহিন্দ্র গ্রুপের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং শোরুমের শুভ সূচনা করলেন, অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং সাইনী গ্রুপের সি ই ও সুধীন পট্টনায়ক (তপন পট্টনায়ক), CMD Jashandeep singh, Director Pankaj Deshmukh, Zonal Head Deepak Sevta, Media Org. Chiranjeet singh.

প্রদীপ প্রজ্জ্বলনের ও একটি সুন্দর কেক কাটার মধ্য দিয়ে নতুন শোরুমের শুভ সূচনা করলেন।, এরপর প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন, শুধু তাই নয় , শুভ সূচনার পর একটি ফ্যাশন আয়োজন করা হয়। তাহার সাথে সাথে অভিনেত্রী নুসরত জাহান ও অভিষেক রায়ের হাত দিয়ে কয়েকটি সুন্দর মডেল গাড়ির আবরণ উন্মোচন করলেন। এবং চড়তিবাজীর সুন্দর রসনায় ভরে উঠল এই শোরুম।

মাহিন্দ্রা গ্রুপ, বাজারে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ী বাজারে এনেছে, যাহা ক্রেতাদের অবশ্যই মন কাড়বে, বিভিন্ন কোম্পানীর সহিত টেক্কা দিতে ও বাজার ধরতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ক্রেতাদের হাতে তুলে দিতে এই ধরনের গাড়ীর মডেল বাজারে নিয়ে আসলো।

যে সকল গাড়ীগুলি শোরুমে সাজানো হয়েছে, সেই গানগুলি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানান, যে গাড়িগুলির ক্যাপাসিটি এত রকম রয়েছে, এবং গাড়িগুলি যেভাবে তৈরি করেছেন অতি অবশ্যই ক্রেতাদের মন কাড়বে, আমারও গাড়ি আছে কিন্তু এই ধরনের ক্যাপাসিটি আমার গাড়িতে নাই। নিজেই গাড়ির ক্যাপাসিটি দেখে অবাক কিছুটা হয়েছি, আশা করছি মহেন্দ্র গ্রুপ, আরো ভালো অনেক মডেল বাজারে নিয়ে আসবে এবং ক্রেতাদের মন জয় করবে, এইটুকুই কামনা করব। কারণ বাজারে কম্পিটিটর অনেক রয়েছে, তাহাদের সহিত টেক্কা দিয়ে মাহিন্দ্র গ্ৰুপ এগিয়ে যাবে বহুদূর, ক্রেতারাও নতুন নতুন মডেলের গাড়ি কেনার সুযোগ পাবে। কারণ ক্রেতাদের উপর নির্ভর করে ও চাহিদার উপর তৈরি হয় এই সকল গাড়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 BDIX ROOT
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102